টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫
ভ্যাকসিনের তথ্য:
নামঃ TCV (Typhoid Conjugate Vaccine)
ডোজ: মাত্র ১টি (০.৫ মি.লি), যা মাংসপেশীতে দেওয়া হবে
উদ্দীষ্ট জনগোষ্ঠীঃ
স্কুল পর্যায়ে:- নার্সারী,প্লে থেকে ৯ম/ সমমান শ্রেণীর সকল ছাত্র/ছাত্রী।
🔹 টিকা নিতে যা দরকার:
✔ ১৭-ডিজিটের ডিজিটাল জন্মনিবন্ধন সনদ (না থাকলে এখনই করে ফেলুন)।
✔ EPI ক্যাম্পেইনের সময় ঘোষণার পর আপনার এলাকার EPI (Expanded Programme on Immunization) সেন্টারে যান।
✔ সঙ্গে নিন শিশুকে ও জন্মনিবন্ধনের সনদ।
🌐 রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন:
🔹 আগে যারা HPV টিকার সময় নিবন্ধন করেছেন, তাদের নতুনভাবে রেজিস্ট্রেশন করার দরকার নেই।শুধু লগইন করে টাইফয়েড টিকার জন্য রেজিস্টার করলেই হবে।
➤ মোবাইল নম্বর ভুলে গেলে “Forget Mobile Number” অপশন ব্যবহার করুন।
🔹যারা এখনো রেজিস্ট্রেশন করেননি –
১. প্রথমে অ্যাকাউন্ট তৈরি করুন
২. এরপর টাইফয়েড টিকার জন্য রেজিস্ট্রেশন করুন
#করা নিতে পারবে না?
১।গর্ভবতী মা
২। ব্রেস্ট ফিডিং মা ।
৩।এলার্জিক রিঅ্যাকশন (টিকা নিলে এলার্জি হয় এরকম পূর্বের ইতিহাস ছিল)
বাচ্চারা একবার দিলে কি আবার দিতে পারবে?
এই টিকার কার্যকারিতা থাকে তিন বছর থেকে পাঁচ বছর পর্যন্ত।সুতরাং বাচ্চারা একবার নিলে আবার টিকাটি নিতে পারবে।
টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ। এই টিকা আপনার শিশুকে টাইফয়েড জ্বর থেকে নিরাপদ রাখে।এখনই প্রস্তুতি নিন,শিশুকে টাইফয়েড থেকে সুরক্ষিত রাখুন!
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস