আগামী
~~ আগামী ১২ই ডিসেম্বর, মঙ্গলবার দেশব্যাপী ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
আপনার নিকটিস্থ টীকাদান কেন্দ্র, স্কুল কিংবা কমিউনিটি ক্লিনিকে এদিন ৬ থেকে ১১ মাস বয়সী সব শিশুদের ১টি করে নীল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ১টি করে লাল রঙের 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।ঝিনাইদহ সদর উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে ৪০৯টি কেন্দ্রে ৮১৮ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। প্রতিটি কেন্দ্রে ২ জন করে স্বেচ্ছাসেবী থাকবে। প্রতিটি কেন্দ্র সকাল ৯টা হতে ৪টা পর্যন্ত খোলা থাকবে। ভিটামিন 'এ' শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।ভিটামিন 'এ' চোখের জন্য খুবই প্রয়োজনীয়। শরীরের স্বাভাবিক বিকাশে ভিটামিন 'এ' র ভূমিকা আছে।
সুতরাং,
” শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান”
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস